
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আলমগীর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
সরাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সরাইল কুট্টাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক মো. আলমগীর ব্রাহ্মণবাড়িয়া সদরের বড়হরণ গ্রামের শফিক মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।