
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর এলাকায় অভিযান চালান।
তাঁদের ওই অভিযানের জালে একটি মোটরসাইকেল ও
২৯ বোতল ফেনসিডিলসহ ৪ জন আটক হয়।
আটকৃতরা হলেন, সরাইল উপজেলার বেড়তলা গ্রামের মো.ছোটন মিয়া (১৮), মো. শেখ শাহীন (২৬), এবং অন্য দুইজন হলেন বিজয়নগর উপজেলার মকুন্দপুর এলাকার মো. মুক্তার হোসেন (৩৪), ও উজ্জল (৩৭)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন, শুক্রবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের মো. শেখ শাহীন মিয়ার বাড়ির পুকুর পাড় হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২৯বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, যতদিন ওই থানায় থাকবেন ততদিন মাদকের বিরুদ্ধে তাঁর এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে তাঁদের কোন ছাড় নেই মাদক কারবারি যতবড় শক্তিশালীই হোক।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।