
মুক্তির কণ্ঠ
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, সরাইলের কৃতি সন্তান বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সদস্য ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সদস্য ও ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির প্রমুখ।
এ সময় সরাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।