
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সরাইলের প্রাচীন সাংবাদিক সংগঠন
সরাইল প্রেসক্লাবের বিরোদ্ধে আপত্তিকর পোস্ট এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মাহবুব খান বাবুলকে ফেইসবুকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Jewel Thakur’ নামের এক আইডি থেকে আপত্তিকর পোস্ট ও হুমকি দেওয়া হয়। এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়েছে যার নং ১৫৮।
জানা যায়, সরাইল প্রেসক্লাবকে ইঙ্গিত করে ‘Jewel Thakur’ নামের আইডি থেকে আপত্তিকর একটি পোস্ট করা হয়। সরাইল প্রেসক্লাবের সংবাদ কর্মীরা এই আপত্তিকর পোস্টের বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে দৃষ্টিগোচর করলে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে একটি পোস্ট করেন । এই পোস্টের কমেন্টে ফের ‘Jewel Thakur” নামের আইডি থেকে “পারলে কিছু করিস”, আর রেডি থাকিস” বলে হুমকি প্রদান করে।
এদিকে সরাইলের প্রাচীন সাংবাদিক সংঘঠন সরাইল প্রেসক্লাব’-কে নিয়ে এমন আপত্তিকর পোস্ট ও প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খানকে হুমকি প্রদান করায় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
এ ব্যপারে সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি তাই বাধ্য হয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।