মুরাদ খান, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার-২ সরাইল-আশুগঞ্জে নৌকার মাঝি হতে চান কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যকরী সদস্য ও জাপান প্রবাসী ইন্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) । বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সরাইল প্রেসক্লাব কক্ষে সংবাদ সম্মেলন করে তার প্রার্থিতা ঘোষনা দেন।
সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুব খানের সঞ্চালনায় ইন্জিনিয়ার পলাশ বলেন, আমি আওয়ামিলীগ পরিবারের সদস্য। আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর সহচর। আমি জন্ম থেকে আওয়ামিলীগ করে আসছি। ১৯৯৫ সালে ভোট ও ভাতের জন্য আন্দোলন করে কয়েকবার কারাবরণ করি।১/১১ এর সময় আন্দোলন করি। আমি মনে করি আমি একজন সত্যিকারের নৌকার দ্বাবীদার। যদি আমি নৌকা মনোনীত হয় আপনাদের সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও স্মার্ট সরাইল-আশুগঞ্জ গড়তে তুলব। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ কে নিয়ে অনেক স্বপ্ন দেখি।
তার মাঝে অন্যতম হলো শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণ। ওই তিনটি বিষয় নিয়ে কাজ করতে পারলে সরাইল অনেক এগিয়ে যাবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন। এ সুযোগটি আমি পাই তাহলে আপনাদের সবাইকে নিয়ে সরাইল-আশুগঞ্জ আসনকে আমি উন্নত ও আধুনিক মানের এলাকার হিসেবে গড়ব। ঢাকা থেকে আসার পথে ভৈরব ব্রিজ পার হলেই যাতে মানুষেরা বুঝতে পারেন যে এই সেই আধুনিক সরাইল-আশুগঞ্জ প্রবেশ করছি।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী হিসেবে আমি সকলের কাছে সমর্থন চাই। আপনারা জানেন আমি সব সময়ই মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। তাদের বিপদে-আপদে নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে পাশে থাকি। আমি আপনাদের জনপ্রতিনিধি হতে পারলে কাজের গতি আরো বেশি বেগবান হবে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আমার বিশেষ কিছু পরিকল্পনা আছে, সেগুলো ও বাস্তবায়ন করা সম্ভবপর হবে।
এসময় উপস্থিত ছিলেন, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক মো. বিল্লাল মিয়া।