
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহিদদের স্মরণে সরাইল মহিলা কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সরাইল মহিলা কলেজ এর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় ও মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাব সভাপতি মো. আইয়ুব খান। সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, শিক্ষক রুহুম আমিন রুবেল, সৈয়দ জাকিরুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সরাইল মহিলা কলেজের প্রতিষ্টাতা সদস্য ফয়সাল আহমেদ মৃধা (দুলাল), প্রতিষ্ঠাতা সদস্য এস এম ফরিদ উদ্দিন প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।