
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সরাইল সরকারি কলেজ।
দ্বিতীয় ও দ্বিতীয় হয়েছে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সরাইল মহিলা কলেজ।
বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান এ তথ্য নিশ্চিত করেন।
সহিদ খালিদ জামিল খান জানান,উপজেলার ৩টি কলেজের শিক্ষার্থীরা এই রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আজ ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সরাইল সরকারি কলেজ এবং সরাইল মহিলা কলেজ।
সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদরউদ্দিন জানান,নতুন কলেজ হিসেবে আমাদের কলেজ দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। আগামীতে আরও ভালো করার চেষ্টা করবো। গত এসএসসি পরীক্ষায় আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।