
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
বৃহত্তর কুমিল্লার বৃহত্তর আঞ্চলিক সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয়ে শাখা’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এ,আর,এম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
ছলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমতিয়াজ বেগ ইমনের সঞ্চালনায় পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিলুফা আক্তার এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আহাম্মদ আলী। প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু,বরিকান্দী ইউনিয়ন শাখা’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মাষ্টার, ছলিমগঞ্জ ইউনিয়ন শাখা’র সভাপতি সাধারন সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কমিটিতে ছলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিয়া আক্তার সেজুকে সভাপতি ও দশম শ্রেণির ছাত্রী শশী ইসলাম কে সাধারন সম্পাদক এবং ছলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থী আশরাফুল ইসলামকে সভাপতি এবং তিশা মনিকে সাধারন সম্পাদক করে উভয় প্রতিষ্ঠানে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি’র অনুমোদন দেয়া হয়। আগামী দুই বছর এই কমিটি মাদক নির্মুলে প্রতিষ্ঠান গুলোতে সচেতনতা কর্মসূচীতে অংশগ্রহন করবেন। এবং সাধারন মানুষকে মাদকের কূফল সম্পর্কে অবহতী করবেন।