
সৈয়দ মোঃ শামী সিলেট থেকেঃ মুক্তির কণ্ঠ
২০২১ সালের ১৬ ডিসেম্বরে মহান মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে উদ্বোধন হয়েছিল সিলেট ডিভিশন ব্লাড ভলান্টিয়ার্স সংগঠন। এই সংগঠনের মাধ্যমে রক্তদানসহ আরো বিভিন্ন মানবিক কাজ করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সিলেট জালালাবাদ থানা এলাকায় শাহজালাল (রহঃ) এতিমখানা মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সংগঠনের সকল সদস্যরা। সকল কার্যক্রম শেষে তারা সকলে মিলে ধোপাদিঘির পাড় ওয়াক ওয়েতে সংগঠনের দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটেন।
সভায় উপস্থিত ছিলেন, রুহুল আবেদীন জুবায়ের প্রতিষ্ঠাতা পরিচালক, আলী আমজাদ, প্রতিষ্ঠাতা এডমিন, নাঈম, রাজন দাস, তারেকুল ইসলাম,আকিব আহমেদ,জাহেদ হাসান,
জয় দাস, ফয়সল আহমদ, তাহমিদা আক্তার ফরিদা সহ আরো বিভিন্ন নেত্রীবৃন্দ।