
এহসানুল হক রিপন, মুক্তির কণ্ঠ:
রানিং প্লেয়ার খেলছে, মাঠ কাঁপছে এই শ্লোগানকে সামনে রেখে। শুক্রবার সকালে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর খেলার মাঠে রানিং প্লেয়ার এসোসিয়েশন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহন করেন রফিকুল ইসলাম সিনিয়র শিক্ষক বাংলা বাজার গার্লস স্কুল ঢাকা, মোঃ হাফিজ উদ্দিন চাকুরীজীবি গ্যাস ফিল্ড, জহিরুল হক মিষ্টু সাবেক সেনা অফিসার্স এবং বর্তমান এ্যাডভোকেট ব্রাহ্মণবাড়িয়া জজকোট, মোস্তাফিজুর রহমান শিরু সুহিল পুর আলহাজ্ব হারুন আল রশিদ কলেজ, সরদার কাউসার প্রভাষক পৌর ডিগ্রী কলেজ ব্রাহ্মণবাড়িয়া, হানিফ মুন্সী প্রভাষক, আশরাফুল ইসলাম প্রধান শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাংবাদিক এহসানুল হক রিপন, কামরুজ্জামান টিটু, এ, কে,এম রমজান আলী, ইয়াসিন মিয়া আহবায়ক ক্রীড়া সংসদ, ফজলুল হক, মতিন মুন্সী, মোস্তাক মুন্সী, আলমগীর হোসেন আলাল শিক্ষক, মফিজ মুন্সী শিক্ষক, আকরাম শিক্ষক, ফুযাদ বিন ফারুকী, আরাফাত হোসেন, মুক্তার চৌধুরী, বুলবুল চৌধুরী, বকুল হাজারী, মোশারফ, রাকিব, ইসলাম উদ্দিন দুলাল, হেলাল, সোহেল,ফরহাদ, ইসমাইল, ওমর ফারুক, জামাল নাগর, আল আমিন, শরিফ, মীর জাকির প্রমুহ। সুহিলপুরের শিক্ষক প্রভাষক, আইনজীবী, চাকুরীজীবি সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দের নিয়ে মিলনমেলায় পরিনত হয়।খেলায় অংশগ্রহণ করেন মেজেন্ডা কালার দল বনাম হলুদ কালার দল।
উক্ত খেলায় টসে জিতে মেজেন্ডা কালার দল বেটিংয়ে নেমে ১৪৪ রান সংগ্রহ করেন ।
জবাবে হলুদ কালার দল বেটিংয়ে নেমে ৫ ওইকেটে জয়লাভ করেন।
খেলা শেষে উভয় দলের প্রত্যেক খেলোয়ার কে ক্রেশ প্রদান করেন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ,হাফিজ উদ্দিন ,সাবেক সেনা কর্মকর্তা জহিরুল হক মিষ্টু ,ইয়াসিন ,কামরুজ্জামান খান টিটু ,প্রভাষক হানিফ মুন্সী, প্রভাষক মোস্তাফিজ রহমান শিরু ,
খেলায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা চাই যে প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হোক। খেলাধুলা হল মনের খোরাক খেলাধুলায় মানুষকে আনন্দ দিয়ে পাশাপাশি মন ও শরীলকে সুস্থ রাখে
খেলা পরিচালনায় করেন বাবু কৃষ্ণ কুমার দত্ত
সরদার কাউসার, একে এম রমজান আলী , আলমগীর হোনেন আলাল, আনোয়ার, রাকিব।