
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ শ্লোগানকে লালন করে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে
তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প (২য় পর্যায়) ‘তথ্য আপা’ আশুগঞ্জ উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস‘র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি‘র সঞ্চালনায় বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বীরমুক্তিযোদ্বা শেখ জসিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, বীরমুক্তিযোদ্বা জাহাঙ্গীর খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার অন্যান্য বীরমুক্তিযোদ্বাদ্বয়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা মাছুমা খাতুন অনুষ্ঠানে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ৫০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মেলায় ২০২১ ও ২০২২ সালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।