
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (০৩ এপ্রিল) আখাউড়া পৌর শহরের, খরমপুর বাজারসহ দূর্গাপুর চকবাজার মাজার রোডের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি মুদী দোকান ও একটি ফার্মেসি সহ ৪ প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিদর্শনে ভোজ্য তেল,চাল, চিনি,পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য তালিকা না থাকায় পাশাপাশি সয়াবিন তেলের বোতলে লেখা দাম মুছে ফেলার জন্য তিনটি দোকানে জরিমানা করা হয়েছে। তাছাড়া একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ডাক্তারি স্যাম্পল রাখায় জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি বলেন, আখাউড়া খরমপুরে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিত্য প্রয়োজনীয় মালামালের দোকানে মূল্য তালিকা না থাকায় ও তেলের গায়ের মূল্য মুছে দেওয়াতে তিনটি মুদির দোকানে জরিমানা করা হয়েছে।অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। এছাড়াও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সহ ডাক্তারি সিম্পল রাখাতে একটি ফার্মেসি কে জরিমানা করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বর্তমান রমজান মাসে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন আখাউড়া স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম।