
সৈয়দ শামীম গোয়াইনঘাট (সিলেট) থেকে, মুক্তির কণ্ঠ
পহেলা জানুয়ারি সারা দেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সিলেট’র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পশ্চিম কালিণগর হযরত শাহজালাল (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের
অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি
মিনহাজ উদ্দিন , বিদ্যালয়’র উদ্যোক্তা ইমান আলী ও খলিলুর রহমান সহ বিদ্যালয়’র প্রধান শিক্ষক সুহেল রানা, সহকারী শিক্ষক মায়নুদ্দিন, শিক্ষিকা মরিয়ম আক্তার ও রিনা আক্তারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, অভিভাবকবৃন্দ।