
মুক্তির কন্ঠ রিপোর্টসঃ ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার কনিকাড়া হাজী আবদুল বারিক আইডিয়াল স্কুল এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১৪ ফ্রেরুয়ারি (মঙ্গলবার) সকাল কনিকাড়া হাজী আবদুল বারিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষাীকা জনাবা তানজিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসর প্রাপ্ত সৈনিক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরে সরকারি প্রাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ অলি উল্লাহ,অত্র বিদ্যসলয়ের পরিচালক মোঃ জুয়েল মিয়া,বিশিট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুল করিম মিয়া, ডেইলি বাংলাদেশ পোস্ট ও কুমিল্লা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম বাদল, সহকারি শিক্ষাক সাদেকা বেগম প্রমুখ।অনুষ্ঠানে সকল ছাত্র/ ছাত্রীও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন নিয়মিত লেখাপড়া করো,তাহলে তোমরাও ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং তোমরাই একদিন সারা বাংলাদেশে আলো হয়ে ঘরে ঘরে আলো জ্বালাবে।
উল্লেখ্য,২০২২সালের উক্ত অনুষ্ঠানে নবীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত অত্র বিদ্যালয়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থীসহ বার্ষিক পরীক্ষায় -মেধা স্হান অধিকারকারী শিক্ষকার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।