
মোঃ রফিকুল হাসান সোহাগ- মুক্তির কণ্ঠ,
আন্তজেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় মেহেদি হাসান প্রথম স্থান অর্জন করেছে।আবারও বিজয়ে’সেরাদের সেরা ‘রাবেতাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যেগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ভিত্তিক অডিশনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার
শাহবাজপুর ‘মাদ্রাসাতুত তাকওয়া হিফজ মডেল মাদ্রাসা।
উক্তা অডিশনে মাদ্রাসাতুত তাকওয়া হিফজ মডেল মাদ্রাসা এর ছাত্র হাফেজ মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মাহদী হাসান।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত, ১০ পারা গ্রুপে ১ম স্হান অর্জন করে পুরস্কার ও ইয়েস কার্ড পেয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। মোঃ মেহেদী হাসানের এই সাফল্যে তার সহপাঠি, পরিবার ও মাদরাসার শিক্ষক সহ সবাই আনন্দিত।
তার পিতা হাফেজ মোঃ বিল্লাল হোসেন বলেন-
এভাবেই এগিয়ে যাবে কোরআনের পাখিরা। আমার ছেলে মেহেদী ‘সফলতার শীর্ষে।
তার সন্তান মেহেদী কে নিয়ে তার অনেক স্বপ্ন। ভবিষ্যতে দেশ বরেণ্য হাফেজ ও আলেম হয়ে ইসলামের নগণ্য খেদমতগাড় হিসেবে গড়ে তুলতে চান বলে তিনি জানান। তিনি তার সন্তানের জন্য দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন।