
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে হেফজুল কোরআন প্রতিযোগিতা চট্রগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সরাইলের আহমদ বিন আরিফ।
রবিবার (৮ই জানুয়ারি) বিকালে
বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে, কুমিল্লা জামিয়া মাদানিয়া রওদাতুল উলুম মাদ্রাসায়, চট্রগ্রাম বিভাগীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মাওলানা আরিফুল্লার ছেলে।
মাওলানা আরিফুল্লার দেশবাসী কাছে দোয়া চেয়েছেন তার ছেলে যেন ভবিষ্যতে বিশ্বের শ্রেষ্ঠতা অর্জন করতে পারেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, শেখ আজম খানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।