
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতেহ আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের আইরল (ঠাকুর বাড়ির) কুদরত আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও বছিউড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, সিলেট ফেঞ্চিগঞ্জের মোতালিব ব্রিকস থেকে ২০২০ সালে শ্রমিক পাঠানোর কথা বলে ২৭ লক্ষ টাকা আনেন ফতেহ আলী। শ্রমিক না পাঠিয়ে টাকাগুলা মেরে দেন তিনি। পরে আদালতে মামলা করলে আদালত তাকে ১ বছরের সাজা ও ২৭ লক্ষ্য টাকা জরিমানা করেন। ফতেহ আলী সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এব্যাপারে সিলেট ফেঞ্চিগঞ্জের মোতালিব ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী আব্দুল মোতালিব (ইনু মিয়া) মুঠোফোনে বলেন, ফতেহ আলী একটা প্রতারক। সে আমাকে শ্রমিক দেওয়ার কথা বলে ২০২০ সালে আমার কাছ থেকে চেকের মাধ্যমে ২৭ লক্ষ টাকা নিয়েছে। শ্রমিক না দিয়ে আমার সাথে প্রতারনা করেছে। আমাকে অনেক বিপদগ্রস্ত করেছে। আমার ব্যবসা নষ্ট করে দিয়েছে। আমি তার পিছে পিছে অনেক ঘুরেছি। পরে আমি ব্যর্থ হয়ে ২০২০ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা করি। সেই মামলা ২০২২ সালে ১ বছরের সাজা ও ২৭ লক্ষ টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত। এরপর থেকে সে পলাতক ছিল। আজ সেই প্রতাককে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি তার বিচার চাই।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন পারভেজ বলেন, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুবেল আখন কে নিয়ে আসামি ফতেহ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগের আদালতে মামলা রয়েছে এবং সেই মামলা ১ বছরের সাজা ও ২৭ লক্ষ টাকা সাজাপ্রাপ্ত হয়েছে। আজ তাকে আমরা গ্রেতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।