
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধিত ২০ জন মৎস্যজীবি পরিবারের মধ্যে উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধনমূলক সহায়তায়(এআইজিএ)এসব ভেড়া বিতরণ করা হয়। উপজেলার ২০জন মৎস্যজীবি পরিবারের মধ্যে ২টি করে মোট ৪০টি ভেড়া দেওয়া হয়।
মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্ষেত্র সহকারী মো.মনিরুল ইসলামসহ অত্র দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান বলেন, সরাইল উপজেলায় ৪ হাজার ৫০০ জন নিবন্ধিত মৎস্যজীবি আছে। গত ৫ বছর যাবৎ তাঁদেরকে বিকল্প আয় বর্ধনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন, ভেড়া, ছাগল ইত্যাদি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২ হাজারের অধিক জেলেকে ছাগল, ভেড়া, সেলাই মেশিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাঁদের আয় রোজগার থাকে না। তাঁদের বিকল্প আয়ের জন্য এসব ভেড়া দেওয়া হয়েছে। উদ্দেশ্যে হলো ভেড়াগুলো পালন করে তাঁরা যেন আয় বাড়াতে পারে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।