
সৈয়দ মো. শামীম গোয়াইনঘাট (সিলেট) থেকে: মুক্তির কণ্ঠ
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরো ৯ওয়ার্ডের ৯ পুরুষ সদস্য (মেম্বার) এবং ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা নাজমা বেগম সহ আরো ৪,৫,৬ ও ১,২,৩ নং ওয়ার্ডের মোট তিন মহিলা সদস্য দায়িত্ব গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন সকলে।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্যামল কুমার রায়সহ ইউনিয়ন পরিষদের সচিব, সাবেক ও বর্তমান ওয়ার্ড সদস্য ও নারী সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।