
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪কেজি গাঁজাসহ মো. আবুল বাশার বাদশা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
বুধবার সকালে মামলা দায়ের করে সেই মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা- বুড্ডা পাকা সড়কের ওপর থেকে
তাঁকে গ্রেফতার করা হয় । আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর (বাড়বাড়ি) গ্রামের সাঈদ মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে বাদশাকে ৪কেজি গাঁহাসহ গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।