
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জমকালো আয়োজনে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৮টা ইভেন্ট অনুষ্ঠিত হয়। ছেলেদের ইভেন্টগুলো হলো-১০০মিটার দৌড়,২০০মিটার দৌড়,৪০০মিটার দৌড়, রিলে দৌড়,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ,উচ্চ লম্ফ,বস্তা বাধা দৌড়। খেলায় মেয়েদের ইভেন্টগুলো হলো-৮০ মিটার দৌড়,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বিশের বালিশ,মিউজিক্যাল চেয়ার,পাতিল ভাঙ্গা দৌড়,বাঘ উড়ে,পাখি উড়ে,মেমোরী টেষ্ট, বেলুন কাঠি দৌড়। সকলের জন্য উন্মুক্ত ছিল ‘যেমন খুশি তেমন সাজ’
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মো.ইকবাল হোসেন মৃধা, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি আবু তালেব, কলেজ পরিচালনা পরিষদের বর্তমান সদস্য মো. সাহেদ মিয়া,শফিকুল ইসলাম,সাবেক সদস্য ইয়াকুব মিয়া,গাজী মো.বোরহান উদ্দিন,কলেজের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পুরো খেলাগুলো পরিচালনা করেন শারীরিক শিক্ষক রফিকুল ইসলাম। তাঁর সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক(অর্থনীতি) রেহান উদ্দিন, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মো.গোলজার হোসেন, সরকার,প্রভাষক মনি রাণী দেব, প্রভাষক সেলিম মিয়া।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। কারণ খেলাধুলা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করে। এছাড়া ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।