
জহির সিকদার, মুক্তির কণ্ঠ:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ পান করে প্রাণ গেল দুই সহোদরের।
তারা হলেন মোহাম্মদ ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪)। তারা আপন দুই ভাই।
ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজর পাড়া গ্রামে ঘটেছে। নিহতরা হলো একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত আটটা বাজে ইয়াসিন ও মুরসালিন কে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো,). জসিম জানান, দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নাপা সিরাপ এর বোতল ও নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর শিশুগুলোর মা ফার্মেসীতে গেলে তাদের দোকান বন্ধ পাওয়া যায়। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক রয়েছে।