Category: Uncategorized

  • নারীর দিকে তাকানো নিয়ে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

    মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের চাঁনমণি পাড়া ও মোগলটুলা দুইদল গ্রামবাসীর মাঝে বুধবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইউএনও এবং ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মোবাইল…

  • সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফজালুর রহমানের চির বিদায়, বিভিন্ন মহলের শোক 

    মুরাদ খান, ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান, দুনিয়ার মায়া ত্যাগ করে আখেরাতের পথে পাড়ি দিয়ে চির বিদায় নিলেন। বুধবার ২৩ এপ্রিল) বাদ যোহর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া নিজ এলাকা বছিউড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাঁকে চির বিদায় জানান পরিবার-পরিজন, আত্বীয়-স্বজনসহ শুভাকাংখী হাজারো মানুষ। এর আগে…

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!