ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম এর পিতা শেখ মো: আব্দুল কাহার ও দপ্তর সম্পাদক মো: মুরাদ খান এর বড় ভাই মো: ফারুক খান এর মৃত্যুতে উক্ত শোক সভা হয়। সভায় সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আইয়ুব খান এর মাতা, সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর মাতা, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ও নবীনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
আলোচনা শেষে সভায় দোয়া পরিচালনা করেন সরাইল শাহী মসজিদের সহকারি ইমাম মাওলানা মশিউর রহমান।
সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 মুক্তির কন্ঠ. All right reserved
Developed By ZamZam Graphics