বুধবার ২৩ এপ্রিল) বাদ যোহর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া নিজ এলাকা বছিউড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাঁকে চির বিদায় জানান পরিবার-পরিজন, আত্বীয়-স্বজনসহ শুভাকাংখী হাজারো মানুষ। এর আগে মঙ্গলবার (২২এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টায় বার্ধক্যজনিত কারনে বিভন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বর্নাঢ্য জীবনে মরহুম আফজালুর রহমান পেশাগতভাবে একজন স্কুল শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় বছিউড়া মাদ্রাসায়ও শিক্ষকতা করেন। জীবনের বেশিরভাগ সময়ে তিনি সাংবাদিকতায় কাঠিয়ে সততা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক হিসেবে সুনামের সহিত
দায়িত্ব পালন করেন। নিজ এলাকায় সাংবাদিকতার গুরুত্ব অনুধাবন করে তিনি সমসাময়িক কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাব। প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সরাইল প্রেসক্লাবে সুনামের সহিত সভাপতির হিসেবে দীর্ঘ দিন
দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি ‘ঈমান প্রহরী বনাম ঈমান বেপারী’ নামে ইসলামী ভাবধারার বইও লিখেছেন তিনি।
বহুমুখী প্রতিভার অধিকারী খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক ও লেখক পীরজাদা আফজালুর রহমান এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সাংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Copyright © 2025 মুক্তির কন্ঠ. All right reserved
Developed By ZamZam Graphics